হঠাৎ ঘরে ঢুকে পড়ল ষাঁড় ও ঘোড়া, কী করলেন অস্ট্রেলীয় আইনপ্রণেতা
নৈশভোজের জন্য বাইরে গিয়েছিলেন অস্ট্রেলিয়ায় আইনপ্রণেতা অ্যান্ড্রু ম্যাকেকে। ফিরে এসে যা দেখেন তাতে তার চোখ কপালে উঠে। তিনি দেখেন, তার পোষা কুকুর তার ঘরের ভেতরে একটি ষাঁড় ও ঘোড়া ঢুকতে দিয়েছে।
নর্দান টেরিটরির এই রাজনৈতিক নিজের পেট ক্যামেরায় ধরা পড়া এই ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন।
ভিডিওতে দেখা যায়, তার দুটি পোষা কুকুর লিভিং রুম থেকে বেরিয়ে উঠোনে যাচ্ছে। এর আগে কুকুর দুটির একটি কাঁচের দরজাটি ঠেলে খুলে দেয়।
এরপর ধীরে পা ফেলে ডারউইনের ওই বাড়ির ভেতরে ঢুকে পড়ে ‘সু’ নামের একটি পোষা ষাঁড়। তার পেছনেই আসে ‘ক্রিকেট’ নামের একটি পোষা ঘোড়া। ঘোড়াটি ঢুকেই সোফা শুঁকতে শুরু করেন।
জানা গেছে, ম্যাকেকে ও তার বাগদত্তা বাইরে রাতের খাবার খেতে যাওয়ার সময়ই এই কাণ্ড ঘটে। পেট ক্যামেরা দূর থেকে দেখতে গিয়ে ম্যাকেকে হঠাৎ স্ক্রিনে ‘একটা গরুর মাথা ঢুকে পড়তে’ দেখেন। সঙ্গে সঙ্গেই তারা দৌড়ে বাড়ি ফেরেন।
ম্যাকেকে এএফপিকে বলেন, ‘আমরা ডিনারে যাওয়ার প্রায় ১০ মিনিট পরই বুঝতে পারি, কুকুরগুলো কাঁচের দরজাটা ঠেলে খুলে নিজেরাই বাইরে বেরিয়ে গেছে।’
তিনি আরও বলেন, ‘এর কিছুক্ষণ পর স্টিয়ারটি (ষাঁড়) দরজায় গলা চুলকাতে গিয়ে সেটি পুরোপুরি খুলে ফেলে। তখন সে আর ঘোড়াটি দুজনেই ভেতরে ঢুকে পড়ে।’
ম্যাকেকে জানান, পরবর্তী প্রায় দেড় ঘণ্টা ধরে তারা পালা করে ঘরের ভেতরে দৌড়াদৌড়ি ও খেলাধুলা করে, আর আলমারি থেকে জিনিসপত্র ফেলে দেয়।
ম্যাকেকে আরও বলেন, ‘মাছের ট্যাংকের পানি পান করা হয়েছে, আর আগে সেখানে কতগুলো মাছ ছিল জানি না—তবে ধরে নিচ্ছি সবগুলো এখনো বেঁচে আছে।’
তবে ট্যাংকের পানির স্তর বেশ খানিকটা কমে গেছে বলেও জানান তিনি।

